বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সিস্টেম ও সংস্কৃতি পরিবর্তন করতে হবে। গণতন্ত্রে একক দলের শাসন করার সুযোগ নেই। বিজয়ী দল মানেই তাদের সরকার, তাদের দেশ- এই মানসিকতা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। গতকাল রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত ‘নির্বাচন পদ্ধতি ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল বসে আলোচনা করে আগামীর বাংলাদেশ ঠিক করতে পারে না, কারণ মানুষ সেই দায়িত্ব তাদের দেয়নি। তাই যে কোনো প্রস্তাব বা সনদের জন্য জনগণের ম্যান্ডেট প্রয়োজন। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, যাতে জনগণের কণ্ঠ সংসদে প্রতিফলিত হয়। সংসদকে কার্যকর করা এখন সবচেয়ে জরুরি।
আমীর খসরু আরও বলেন, সনদে যেসব বিষয়ে একমত হয়েছে, সেসব নিয়ে এগিয়ে যেতে হবে। যতটুকু একমত, তা সংসদে আলোচনা হতে পারে। কোনটা গ্রহণযোগ্য হবে, সেটি জনগণই ঠিক করবে।কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও নির্বাচন কমিশনের সাবেক সচিব স ম জকরিয়া প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আল মোস্তফা।