আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপ। তার আগে প্রস্তুতির জন্য মধ্য ডিসেম্বর থেকে মধ্য জানুয়ারি এক মাস বিপিএল আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিসিবি। বিপিএলের প্রস্তুতি হিসেবে খেলেছে জাতীয় লিগ টি-২০ টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৫টায় ফ্লাডলাইটের আলোয় মুখোমুখি হবে আকবর আলির রংপুর রিভাগ ও মোহাম্মদ মিঠুনের খুলনা বিভাগ। দুই দলের অধিনায়কই ন্যাশনাল লিগ টি-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে চায়। গতকাল বিকালে সিলেট স্টেডিয়ামে ফটোসেশনে মুখোমুখি হয়েছিলেন দুই অধিনায়ক। ট্রফি হাতে বেশ কয়েকটি ছবি তোলার পর কেক কেটে একে অন্যকে খাইয়ে দেন। ফাইনাল খেলতে শুক্রবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর ৪ উইকেটে হারায় চট্টগ্রাম বিভাগকে। রংপুরকে ফাইনালে টেনে তোলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ৫৪ রানের ইনিংস খেলে। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে খুলনা বৃষ্টিস্নাত ম্যাচে ৪ উইকেটে হারায় চট্টগ্রামকে।
গতকাল ফটোসেশন শেষে দুই দলের অধিনায়ক মুখোমুখি হন মিডিয়ার। প্রথমে মুখোমুখি হন রংপুরের অধিনায়ক আকবর আলি; যার নেতৃত্বে ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আজকের ফাইনাল জিততে চান তিনি। মিডিয়ার মুখোমুখিতে আকবর বলেন, ‘এটি ফাইনাল ম্যাচ। তার পরও আমি বলব এটি অন্য আট-দশটি ম্যাচের মতোই একটি ম্যাচ। তবে এটির সিগনিফিকেন্সটা একটু বেশি। অন্য ম্যাচগুলোয় যে রকম গেম প্ল্যান থাকে, ফাইনালেও আমাদের একই রকম গেম প্ল্যান থাকবে। আমাদের চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।’ দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর তাড়া করে জিতেছে। প্রথম ব্যাটিংয়ে চট্টগ্রাম ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান করে। নাসিরের ৪১ বলে ৫৪ ও অধিনায়ক আকবরের ২১ বলে ৪০ রানে ভর করে শেষ বলে জয় তুলে নেয় রংপুর। আজও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান অধিনায়ক আকবর, ‘সঠিক সময়ে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। ফাইনালে আজ সে চেষ্টাই থাকবে।’
রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় খুলনাও। ফাইনালে উঠতে খুলনা প্রথম সেমিফাইনালে ৪ উইকেটে হারায় চট্টগ্রামকে। খুলনা অনেক বছর ধরেই ট্রফিবিহীন। এবার চ্যাম্পিয়ন হতে চায়। দলটির অধিনায়ক মিঠুন চাইছেন চ্যাম্পিয়ন হতে, ‘অনেক লম্বা সময় ট্রফি জেতেনি খুলনা। টুর্নামেন্টের প্রথম থেকেই আমাদের খেলোয়াড়রা সবাই প্রতিজ্ঞাবদ্ধ-ন্যাশনাল টি-২০ লিগের ট্রফিটা জিততে চাই। ফাইনালে চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার। প্রথম দিন থেকেই আমাদের প্রতিটি খেলোয়াড়ের মোটিভেশন এটাই ছিল যে আমরা খুলনাকে ট্রফিটা উপহার দিতে চাই।’