হংকং চায়নার বিপক্ষে আশা জাগিয়েও পরাজয় ঠেকাতে পারেনি বাংলাদেশ। এ পরাজয়ের জন্য কোচ কাবরেরাকে দায়ী করছেন অনেকেই। অধিনায়ক পরিবর্তনের দাবিও তুলেছেন কেউ কেউ। বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক আগামীতে হামজাকে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দেখতে চান। তিনি বলেন, ‘হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে। তিনি লিস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন।’ কেবল অধিনায়ক পরিবর্তনই নয়, আমিনুলের মতে জাতীয় দলে মনোবিদ নিয়োগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘প্রতিটা জাতীয় দলে মনোবিদ থাকা প্রয়োজন। ম্যাচে যেন মানসিকভাবে চাপ নেওয়া না হয় এজন্য খেলোয়াড়দের মানসিক পরিবর্তন একজন মনোবিদ করতে পারেন। স্টেডিয়ামে অনেক দর্শক-সমর্থক থাকলেও খেলোয়াড়রা স্নায়ুচাপে ভুগবেন না। আমি খেলোয়াড়ি জীবনে মনোবিদের পরামর্শ নিয়েছি অনেকবার।’ স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে আমিনুল বলেন, ‘দল হারলে অবশ্যই দায় কোচের ওপর বর্তায়। তবে এককভাবে শুধু কোচই দায়ী নয় হারের জন্য, ফুটবলারদের ছোটখাটো ভুলে ম্যাচে হার।’
এ কোচের সাফল্য ও পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে ফেডারেশন কোচকে পদত্যাগের জন্য বাধ্য করতে পারে। কোচের নিজেরই পদত্যাগ করা উচিত যদি সে সাফল্য আনতে না পারে। তবে কোচ বদল করে নতুন কোচ এলেই যে ফলাফল আসবে এটারও নিশ্চয়তা নেই।’ জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক ফুটবলের সাম্প্রতিক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেছেন।