নিজের গুমের ঘটনার ডকুমেন্টরির শুটিংয়ের জন্য সিলেট এসেছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গতকাল তিনি আকস্মিক সিলেট আসেন। ওসমানী বিমানবন্দরে পৌঁছার পর তাকে বিএনপি নেতারা শুভেচ্ছা জানান। পরে শুটিংয়ে অংশ নিতে তিনি তামাবিল সীমান্তে যান। গতকাল সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সালাহউদ্দিন আহমেদকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও এম এ মালিক, কেন্দ্রীয় সহসাংঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সেখান থেকে তিনি চলে যান তামাবিল সীমান্ত এলাকায়।
সেখানে বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং শুটিংয়ে অংশ নেন।
জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন নিয়ে ডকুমেন্টরি তৈরি করা হচ্ছে। সেই ডকুমেন্টরির শুটিংয়ের অংশ হিসেবে সালাহউদ্দিন আহমেদ সিলেট আসেন। তামাবিল সীমান্তের কিছু জায়গায় তিনি শুটিংয়ে অংশ নেন।