বিশ্বকাপ বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেষ মুহূর্তে রুবেন নেভেসের গোলে জয় তুলে নিয়েছে পর্তুগাল। রোনালদোর পেনাল্টি মিসসহ একের পর এক সুযোগ নষ্টের পরেও শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারিয়ে পয়েন্ট নিশ্চিত করেছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।
শনিবার (১১ অক্টোবর) রাতে লিসবনে অনুষ্ঠিত ম্যাচে পুরোপুরি প্রাধান্য বিস্তার করেও জয়ের জন্য লড়তে হয়েছে যোগ করা সময় পর্যন্ত। ম্যাচের ৯১তম মিনিটে ত্রিনকাওয়ের ক্রসে হেডে একমাত্র গোলটি করেন আল হিলাল মিডফিল্ডার রুবেন নেভেস।
ম্যাচজুড়ে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল ছিল পর্তুগালের হাতে। গোলের উদ্দেশে ৩০টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ছয়টি। বিপরীতে আইরিশরা নিয়েছে মাত্র দুটি শট, যার কোনোটিই গোলপোস্টের দিকে ছিল না।
প্রথমার্ধেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে রোনালদো ও তার সতীর্থরা। ১৭তম মিনিটে রোনালদোর দূরপাল্লার শট লাগে পোস্টে, ফিরতি বলে ব্যর্থ হন বার্নাডো সিলভা। দ্বিতীয়ার্ধেও একাধিকবার সুযোগ পান রোনালদো, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন তিনি।
৭৩তম মিনিটে আয়ারল্যান্ডের ডিফেন্ডার ও'শেয়ার বল হাতে লাগালে পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু গোলরক্ষক কুইভিন কেলেহারকে পরাস্ত করতে ব্যর্থ হন রোনালদো। তার সোজাসাপ্টা শট সহজেই ঠেকিয়ে দেন কেলেহার, ফলে গোলের খরা কাটাতে পারেননি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর যোগ করা মিনিটের প্রথমেই আসে কাঙ্ক্ষিত গোল। ডান দিক থেকে ত্রিনকাওয়ের নিখুঁত ক্রস পেয়ে হেডে জালে বল পাঠান রুবেন নেভেস।
এই জয়ে বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে তিন ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্টে শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির পয়েন্ট ৪।
পর্তুগালের পরবর্তী ম্যাচ বুধবার, নিজেদের মাঠে হাঙ্গেরির বিপক্ষে। ওই ম্যাচেও জিততে পারলে বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলবে তারা।
বিডি প্রতিদিন/মুসা