প্রথম কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে এনসিএল টি-২০ টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয় খুলনা বিভাগ। গতকাল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের হাফ সেঞ্চুরিতে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর বিভাগ। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে রংপুর ও খুলনা। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফাইয়ারটি ছিল বৃষ্টিস্নাত। ডার্ক-ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে খুলনা হারায় চট্টগ্রামকে। প্রথম ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে চট্টগ্রাম। বৃষ্টিতে ৯ ওভারে ৭৮ রানের টার্গেট পায় খুলনা। টার্গেট তাড়া করতে নেমে একপর্যায়ে ৫.১ ওভারে ৩০ রানে ৬ উইকেট হারায় খুলনা। এরপর নাহিদ ও অভিষেক অবিচ্ছিন্ন থেকে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন।
অভিষেক ১১ বলে ২৭ ও নাহিদ ৯ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে নাসিরের ৫৪ রানে ভর করে রংপুর ৪ উইকেটে হারায় চট্টগ্রামকে।
চট্টগ্রাম প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান করে। রংপুর ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে ফাইনালে জায়গা করে নেয়।