জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না তারা প্রকৃতপক্ষে দেশের কল্যাণ চায় না। যারা দেশের কল্যাণ চায় না তারা দেশের শত্রু। জুলাই সনদের আইনি ভিত্তি যাতে না হয় সেজন্য একটি দল নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিতে পারে। গতকাল কুমিল্লা নগরীর একটি কনভেনশন হলে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের ৭৭ ভাগ লোক পিআরের পক্ষে। বিশ্বের ৯৬টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আগামী নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো পক্ষের দিকে ঝুঁকে পড়লে এ সরকার জনতার আদালতে আসামি হবে। কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন।
মহানগর সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির মু. মোছলেহ উদ্দিন, এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।