ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো শরতের প্রথম প্রভাতের অনুষ্ঠান ‘শরৎ প্রাতে অরুণ আলো’। গতকাল সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শরৎবরণের এ মনোজ্ঞ আয়োজন। এ সময় নৃত্যের ছন্দ, সুরের মূর্ছনা ও কবিতার দীপ্ত উচ্চারণে সংস্কৃতির ঢেউ ওঠে সেন্ট যোসেফ স্কুলপ্রাঙ্গণে।
স্কুলের কালচারাল ফোরামের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি’ গানটির দলীয় পরিবেশনার মধ্য দিয়ে আসরের সূচনা ঘটে। এরপর একক পরিবেশনায় বাঁধন কুন্ডু গেয়ে শোনান ‘আমারে ডাক দিল কে’, দিব্যময় দেশ পরিবেশন করেন ‘শরতে আজ কোন অতিথি’ ও মির্জা তাবীব ওয়াসিতের কণ্ঠে গীত হয় ‘শিউলি ফুল শিউলি ফুল’।
দলীয় আবৃত্তিতে ফুটে ওঠে শারদীয় সৌন্দর্যের সুষমা।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শারদোৎসব’ পাঠ, সংগীত ও নাট্যাংশে অংশ নেয় নালন্দার শিশু ও ছায়ানটের সংগীত-প্রবেশের শিক্ষার্থীরা। তারা পরিবেশন করে, মেঘের কোলে রোদ হেসেছে, আজ ধানের ক্ষেতে, আনন্দেরই সাগর হতে, তোমার সোনার থালায় ও অমল ধবল পালে লেগেছে।