অধিনায়ক হিসেবে দিল্লিতে সপ্তম টেস্ট খেলতে নেমেছেন শুভমান গিল। এর মধ্যেই টপকে গেলেন অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নজির। ছুঁয়ে ফেললেন সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনির কীর্তি।
শনিবার টেস্ট ক্রিকেটে দশম শতরান করলেন শুভমান। অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্ট শতরান এলো তার ব্যাট থেকে। একই সঙ্গে তিনি টপকে গেলেন রোহিতকে।
ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে চারটি শতরান রয়েছে রোহিতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলে অধিনায়ক হিসেবে রোহিতকে পিছনে ফেললেন শুভমান। তিনি পিছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়কেও। ভারতীয় দলের প্রাক্তন কোচেরও অধিনায়ক হিসেবে টেস্ট শতরানের সংখ্যা চার।
রোহিত, দ্রাবিড়কে টপকানোর পাশাপাশি শুভমান একসঙ্গে ছুঁয়েছেন তিন প্রাক্তন অধিনায়ককে। সৌরভ, ধোনি এবং মনসুর আলী খান পতৌদির নজির স্পর্শ করেছেন ২৬ বছরের এই ক্রিকেটার। এই তিন জনেরই অধিনায়ক হিসেবে টেস্টে পাঁচটি করে শতরান রয়েছে।
টেস্ট অধিনায়ক হিসেবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরান বিরাট কোহলির ২০টি। দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল গাভাস্কার। তার শতরানের সংখ্যা ১১টি। তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি অধিনায়ক হিসেবে টেস্টে নয়টি শতরান করেছেন। চতুর্থ স্থানে শচীন টেন্ডুলকারের সাতটি শতরান। পতৌদি, সৌরভ এবং ধোনির সঙ্গে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে থাকলেন শুভমান।
সূত্র : আনন্দবাজার
বিডি-প্রতিদিন/বাজিত