বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে তিন বন্ধু গোসলে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। পরে একজনকে জীবিত উদ্ধার করা হলেও ১৪ বছরের হৃদয় হাসান এখনও নিখোঁজ রয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যানুসারে, হৃদয় হাসান, নিরব ও সৌরভ নদীতে গোসল করতে নামেন। নদী পার হওয়ার চেষ্টা করার সময় হঠাৎ স্রোতের তোড়ে দুইজন তলিয়ে যান। সৌরভকে জীবিত উদ্ধার করা হলেও হৃদয় হাসান নিখোঁজ থাকেন। নিখোঁজ হৃদয় বগুড়া শহরের রহমান নগর এলাকার দুলাল হোসেনের ছেলে এবং ঢাকার একটি কেজি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তিনি ছুটিতে গ্রামের বাড়ীতে বেড়াতে এসেছিলেন।
উদ্ধার হওয়া সৌরভ জানান, নিরব সাঁতার জানতেন না। হৃদয় সাঁতার জানলেও স্রোতের তোড়ে ভেসে গেছেন। নিরবকে তিনি উদ্ধার করতে পেরেছেন।
শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছেন। সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, “উদ্ধারের চেষ্টা চলছে। রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল নিয়ে আসার জন্য ব্যবস্থা করা হয়েছে।”
পরিবারের সদস্যরা হৃদয় হাসানের খোঁজে নদীর তীরে তল্লাশি চালাচ্ছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল