প্রেম, কল্পনা ও মৃত্যুর রহস্যময় আবহে তৈরি বহুল প্রতীক্ষিত মিউজিক্যাল সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ অবশেষে মুক্তি পেয়েছে বিশ্বব্যাপী। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নায়িকা রূপে প্রত্যাবর্তন করেছেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ।
গত ১০ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটিতে পুরোনো হলিউড ঘরানার গ্ল্যামার ও আধুনিক সময়ের বাস্তবতার এক দারুণ মিশ্রণ তুলে ধরেছেন পরিচালক বিল কনডন। গল্পের আবহ গড়ে উঠেছে এক অন্ধকার কারাগারের চার দেয়ালের ভেতর, যেখানে বাস্তবতা আর কল্পনার মধ্যে চলে দোলাচল।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র মোলিনার কল্পনায় ঘুরে ফিরে আসে এক রহস্যময় নারী – ইংরিড লুনা, যার হাসিতে লুকিয়ে থাকে প্রেমের আবেশ আর মৃত্যুর আমন্ত্রণ। সেই চরিত্রে জেনিফার লোপেজের উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে ছবিটিকে।
অন্যদিকে, কারাগারে বন্দি ভ্যালেন্টিন ও মোলিনা নামের দুই চরিত্রের ভেতর গড়ে ওঠা আত্মিক সম্পর্ককে ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমার মূল কাহিনি। একদিকে কারাগারের কর্কশ বাস্তবতা, অন্যদিকে মোলিনার কল্পনার জগত – দুই মেরুর আবেগকে গানের সুরে বুনে দর্শকদের জন্য তৈরি করা হয়েছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
বিডি প্রতিদিন/মুসা