কাতারে অনুষ্ঠিত এশিয়ায় বিশ্বকাপ বাছাই পর্বের চতুর্থ রাউন্ডে ওমানকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
শনিবার দোহার ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউএই। ম্যাচের ১২তম মিনিটে ওমানকে এগিয়ে দেন কোয়ামে অউটোন। তবে দ্বিতীয়ার্ধে ৭৬তম মিনিটে মার্কাস মেলোনি ও ৮৩তম মিনিটে কাইও লুকাসের গোলে জয় নিশ্চিত করে ইউএই।
এই জয়ের ফলে 'এ' গ্রুপে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। কাতার ও ওমানের সংগ্রহ এক পয়েন্ট করে।
আগামী ১৪ অক্টোবর কাতারের বিপক্ষে ম্যাচেই নির্ধারিত হবে ইউএই-এর ভাগ্য। ওই ম্যাচে জিতলে সরাসরি ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট পাবে দলটি।
উল্লেখ্য, ১৯৯০ সালের পর আর কোনোবার ফিফা বিশ্বকাপে খেলতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। এবারের প্রচেষ্টায় সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চায় ‘দ্য হোয়াইটস’।
বিডি প্রতিদিন/মুসা