বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তিনটি কার্ডের মাধ্যমে মানুষের সব নাগরিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দলটি সচ্ছল ও অসচ্ছল প্রত্যেক পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি। গতকাল লক্ষ্মীপুর সদরের দিঘলী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে পড়ালেখাসহ পরিবারের সব সেবা নিশ্চিত করা, স্বাস্থ্য কার্ডে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক সব সেবা এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ ও সুদবিহীন ঋণ দেওয়া হবে। এভাবে আগামী দিনে মানবিক, সামাজিক, পারিবারিক ও ধর্মীয় কাজে প্রত্যেকের পাশে থেকে কাজ করতে চায় বিএনপি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ধর্মবর্ণনির্বিশেষে পুরো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ ছাতার নিচে নিয়ে এসেছে বিএনপি। তাই খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসতে বিএনপি ও ধানের শীষে ভোটের প্রচারণার আহ্বান জানান তিনি। একই সঙ্গে একটি দলের অপপ্রচার রুখে দিতে মহিলা দলকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন বিএনপির এই নেতা।