স্পিনারদের দাপটে দ্বিতীয় টেস্টেও আধিপত্য ধরে রেখেছে ভারত। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অধিনায়ক শুভমন গিলের দারুণ সেঞ্চুরির পর দুর্দান্ত বোলিং করে স্পিনাররা ভারতকে চালকের আসনে রেখেছে। দ্বিতীয় দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে। এখনো তারা ভারতের চেয়ে ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে রয়েছেন শাই হোপ (৩১) ও টেভিল ইমনাচ (১৭)। বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা নিয়েছেন তিন উইকেট।
এর আগে ভারতের প্রথম ইনিংস শুভমন গিল খেলেছেন হার না মানা ১২৯ রানের ইনিংস। চলতি বছরে আট টেস্টে এটি তার পঞ্চম শতক। আগের দিন ১৭৫ রানে অপরাজিত থাকা জয়সোয়াল দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন। ভারত ৫ উইকেটে ৫১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার তেজ নারায়ণ চন্দরপল (৩৪) ও অ্যালিক অ্যাথানেজ (৪১) কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। চন্দরপল সাজঘরে ফেরার পরই তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়।