কেমন আছ?
কি মন ভালো নেই?
চলো হাঁটি, চা খেয়ে আসি।
ভালো লাগছে না? আচ্ছা থাক।
তাহলে কি একটু আড্ডা দিতে যাবে?
আড্ডা মানে ফাটাফাটি কথার ঝাঁপি
এক আসনেই রাজা-উজির মারার প্রিয় অভ্যাস, পৃথিবীর তাবৎ সমস্যার কত সহজ সমাধান? ধুত্তোরি কথার ফুলঝুরি, থামাও তো এসব।
তাহলে একটু নাও জিরিয়ে, ঘুমাও কিছুক্ষণ।
বিকেলের সোনাঝরা রোদে মনে প্রশান্তি আসবে
সন্ধ্যারাগে বিদ্যুতের ছটায় অঙ্গ বিহঙ্গ হবে
তখন চলো হাতিরঝিলে যাবো
ঝিলের রেলিং ছুঁয়ে দেখবো জলকেলির খেলা সান্ধ্য আলোর খেলায় ফুটবে রঙধনু সাতরং
কোন রঙটা নেবে? আমার তো প্রিয় রঙ মেঠো শ্যামল
তোমার তো রঙের আকাশ? না হয় সন্ধ্যায় সন্ধি হবে
খেতের সবুজ আর আকাশের নীলের মিশেলে
আমরা আলোক দিয়ে কাঁটাতারের সীমানা এঁকে দেবো। আমাদের মন ভালো হবে। তোমার ভালো লাগবে।