জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) মালয়েশিয়া শাখা নতুন কমিটির পরিচিত ও আলোচনা সভা রবিবার রাতে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
নব- নির্বাচিত কমিটির সভাপতি বাদশা ফাহাদ হিমেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল হামিদ।
এসময় উপস্থিত জিসাসের নবগঠিত মালয়েশিয়া শাখা কমিটির সকল নেতৃবৃন্দের পরিচিতির পর বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিরা।
সাংগঠনিক সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন। এসময় আরও বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ- সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া মো আবু কাউছার ভূঁইয়া, জাসাস আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, জিসাস কেন্দ্রীয় সহ- সভাপতি আনোয়ার পারভেজ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো জালাল, মালয়েশিয়া বুকিত বিন্তাং শাখা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক সোহেল রানা, পুডু শাখা বিএনপি সভাপতি মো. মানিক মিয়া, জিসাস মালয়েশিয়া সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ, মো. মাহফুজ খন্দকার, আবদুল্লাহ আল ফাহাদ, মো. হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল, মো. শুভ, মো. সামসুল ইসলাম মিশু, মো. রিফাত, সহ- সাংগাঠনিক সম্পাদক মো. মাসুম, মো. শরিফুল রিদয়, দপ্তর সম্পাদক ফায়সাল আহাম্মদসহ জিসাস মালয়েশিয়া শাখা নব-নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন