বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ এবং প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ। বিএনপি প্রচার সম্পাদক এস এম বশির আলমের সঞ্চালনায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তাহের।
বিডি-প্রতিদিন/আশফাক