“আনন্দ নিয়ে নাটক করি, নাটক নিয়ে আনন্দে বাঁচি”-এই স্লোগানকে ধারণ করে টরন্টোর নাট্যসংগঠন “প্রাচ্য প্রতীচ্য নাট্যের” নতুন প্রযোজনা ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নকে সামনে রেখে অনুষ্ঠিত হলো দুই দিনের নাট্য কর্মশালা।
টরন্টো ডাউনটাউনে অনুষ্ঠিত এ কর্মশালায় থিয়েটারের বিভিন্ন দিক- মঞ্চনাটকের ধারণা, শারীরিক কসরত, নাটকের কৌশল, থিয়েটারের সামাজিক ভূমিকা এবং বাস্তব অনুশীলন বিষয়ে প্রশিক্ষণ দেন বিশিষ্ট নাট্যজন ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। সহযোগিতায় ছিলেন শঙ্কু পুরকায়স্থ। কর্মশালায় বিভিন্ন বয়সের প্রায় ২৫ জন নাট্যকর্মী অংশ নেন।
কর্মশালা শেষে নির্দেশক সেলিম ঘোষণা দেন যে তাদের নতুন প্রযোজনা ‘দেওয়ান গাজীর কিসসা’ খুব শিগগির মঞ্চে আসবে। তিনি বলেন, অভিজ্ঞ ও নতুন নাট্য কর্মীদের সমন্বয়ে নাটকটি একটি চ্যালেঞ্জিং প্রযোজনা হবে। অংশগ্রহণকারীরাও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নাট্যদলটির কর্ণধার জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে টরন্টোর দর্শকদের সামনে নাটকটি মঞ্চায়ন করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ