প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলছেন, ‘যত চ্যালেঞ্জই হোক না কেন, গণভোট ও জাতীয় নির্বাচন এক দিনে করবে ইসি। সামনে এগোনো ছাড়া আমাদের কোনো পথ নেই। গণভোট আয়োজন করার চিঠি পেয়েছি। এখন আইন হলে বলতে পারব কীভাবে গণভোট হবে।’ সংসদ ও গণভোটের জন্য আলাদা ব্যালট পেপারসহ প্রাসঙ্গিক প্রস্তুতির কথা জানান তিনি।
গতকাল বিকালে রাজধানীর একটি হোটেলে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি আরও বলেন, সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি পুরোদমে চলছে। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন কঠোর যাচাইবাছাইয়ের মাধ্যমে প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরি করেছে।’ তিনি বলেন, ‘এবারের নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে সমাজমাধ্যমে ছড়ানো অপপ্রচার রোধ করা কঠিন হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যদি সমঝোতা ও সহযোগিতামূলক হতো, তবে কমিশনের কাজ আরও সহজ হতো।’
সিইসি আরও বলেন, ‘আগামী সপ্তাহেই গণভোট আইনটি পাস করা হবে বলে আশা করা হচ্ছে। আইন পাস হলে সে আইন অনুযায়ী কমিশন প্রস্তুতি ও সিদ্ধান্ত নেওয়া শুরু করবে। গণভোট হলে চারটি পয়েন্টেই হ্যাঁ-না ভোট হবে।’