আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার অনুষ্ঠিত বুন্দেসলিগার ম্যাচে বায়ার্ন মিউনিখ ৬-২ গোলে হারিয়েছে ফ্রেইবুর্ককে। দলের দাপুটে পারফরম্যান্সের নায়ক ছিলেন মাইকেল ওলিসে, তিনি দুটি গোলের পাশাপাশি তিনটি গোলে সরাসরি সহায়তা করেন।
ম্যাচের শুরুটা বায়ার্নের জন্য ভালো ছিল না। ১২ মিনিটের মধ্যে মানজাম্বির হেডের মাধ্যমে ফ্রেইবুর্ক ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি।
২২তম মিনিটে লেনার্ট কার্ল গোল করে ব্যবধান কমান এবং বিরতির আগে ওলিসে দলকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। ৫৫ মিনিটে উপামেকানো দলের তৃতীয় গোল করেন এবং এরপর হ্যারি কেইন নিজের লিগে ১৪তম গোলটি করে ব্যবধান বাড়ান।
৭৮তম মিনিটে ওলিসের পাস থেকে নিকোলাস জ্যাকসন পঞ্চম গোলটি করেন। ৮৪ মিনিটে ওলিসের নিজস্ব দ্বিতীয় গোলের মাধ্যমে ৬-২ ব্যবধান নিশ্চিত হয়।
মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে থাকা বায়ার্ন ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান রাউন্ডে বায়ার লেভারকুজেন ৮ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে খেলতে নামবে বায়ার্ন।
বিডি প্রতিদিন/মুসা