বাংলাদেশে ঘটে যাওয়া প্রাণঘাতী ভূমিকম্পে হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য গভীর দুঃখ এবং সমবেদনা জানিয়েছেন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং (নিউইয়র্ক-ডেমোক্র্যাট)।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভয়ংকর পরিস্থিতিতে নিপতিত বাংলাদেশের জনগণের জন্য আমি অত্যন্ত ব্যথিত। ভূমিকম্পে প্রাণহানী ও আহত হওয়া অসহনীয়। আমি ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।’
তিনি আরও জানান, তার অফিস ক্ষতিগ্রস্ত ও স্বজন হারানো কমিউনিটির পাশে রয়েছে এবং যে কোনো প্রকার সহায়তার জন্য প্রস্তুত।
উল্লেখ্য, বাংলাদেশের নরসিংদী মধাবদী এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে মাত্রা ৫.৭ রিখটার স্কেলে ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০ জনের মৃত্যু এবং ৬০০ জনের বেশি আহত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, গভীরতা ১০ কিলোমিটার এবং স্থায়িত্ব ২৬ সেকেন্ড।