মালয়েশিয়ার পেনাং রাজ্যের প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় ভাসালেন স্থানীয় জনপ্রতিনিধি দাতু হাজি মোহাম্মদ ফুয়াদ। বুধবার বাংলাদেশ পিপল'স ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ জোন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, তিন প্রজন্ম ধরে পেনাং রাজ্যে বসবাস করে আসছে বাংলাদেশিরা। অভিবাসী হয়েও এখানকার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশিদের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মালাক্কা প্রনালির কোলঘেষা ঐতিহাসিক রাজ্য পেনাং। এই রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী। বাংলাদেশ পিপল'স ওয়েলফেয়ার এসোসিয়েশন পেনাং এর সভাপতি হাজি কাউসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল নাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্ঠা ইকবাল হোসাইন।
পেনাং এর দ্যা লাইট নামে পাঁচ তারকা হোটেলে জমকালো এ আয়োজনে যোগ দিতে বিকাল থেকেই দলে দলে আসতে শুরু করেন প্রবাসীরা। মালয়েশিয়ান স্ত্রী সন্তানদের নিয়ে অনেক প্রবাসী বাংলাদেশিদের এ অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। এ ধরনের আয়োজন দুদেশের মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আর সম্প্রীতি বাড়াবে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকেরা।
অনুষ্ঠানে স্থানীয়দের মুখেও শোভা পায় বাংলাদেশিদের প্রশংসা। তারা বলেন, এই রাজ্যের উন্নয়নে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশিদের অবদান রয়েছে। স্বভাবে শান্ত প্রকৃতির বাংলাদেশিরা স্থানীয়দের সঙ্গে তাল মিলিয়ে ভালোভাবে চলছে বলেও মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও ঈদ শুভেচ্ছা জানান বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। এসময় আরো উপস্থিত ছিলেন তানশ্রী হাজি মোহাম্মদ ওমর বিন ইয়াকুব, এসোসিয়েট প্রফেসর ডক্টর শেখ আব্দুল্লাহ বিন হাসান, আমানুল বাশির, রেজা, এমদাদুল হক, ফয়সাল, আব্দুল জলিল, শামসুদ্দিন, আব্দুল কাইয়ুম, ফারুক হোসেন, গিয়াসউদ্দিন, শরিফ মন্ডল, বুলবুল, নুর ইসলামসহ অনেকে।
বিডি প্রতিদিন/এএম