চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে শুকরানী বেগম খালেদা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত শুকরানী জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে।
আজ শনিবার সকালে শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর সাথে শুকরানী বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মারা যান শুকরানী বেগম। এ সময় আহত হন শুকরানী বেগমের পিতা সবুর আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ