চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের শহীদ সাটু হল মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত। একই অনুষ্ঠানে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি, দলের ঘোষিত ৩১ দফা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি মো. সারওয়ার জাহানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, আবু তাহের খোকন, ইসমাইল বিশ্বাস, আবুল হায়াত প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ