কাতারে সমাজকল্যাণ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় দেশটির ৬০৩ কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দিয়েছে। মন্ত্রণালয়ের দাওয়াহ বিভাগ বার্ষিক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কোরআন শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা সমাপনকারী কৃতী ৬০৩ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে। এসব শিক্ষার্থী ২০২৩ ও ২০২৪ সালে কোরআন শিক্ষা কেন্দ্র থেকে পাঠ গ্রহণ করেছে।
দোহায় অবস্থিত কাতারের জাতীয় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে মনোজ্ঞ এই সম্মাননার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কাতারের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী গানিম বিন শাহিন আল গামিন। এতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ খালিদ বিন মুহাম্মদ বিন গানিম আল থানি। অনুষ্ঠানে নির্বাচিত শিশুদের তিলাওয়াতও শোনা হয়।
সম্মাননার জন্য নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষাক্রমের বিভিন্ন স্তর থেকে এসেছে। তবে তারা সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে। এছাড়া কোরআনের শিক্ষা প্রসারে বিশেষ অবদান রাখায় কোরআন শিক্ষা কেন্দ্রের নির্বাচিত ১৫ প্রধান এবং ১০০ শিক্ষককেও সম্মানিত করা হয়েছে।
অনুষ্ঠানে কোরআন শিক্ষা কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে বলা হয়, ২০২৩ সালে কোরআন শিক্ষা কেন্দ্র ছিল ১৩২টি, যা ২০২৪ সালে বেড়ে ১৪৮টিতে উন্নীত হয়েছে। ২০২৪ সালে এসব কেন্দ্রে প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি হয়। যার মধ্যে কাতারি শিশুদের সংখ্যা দুই হাজার ২৪৯ জন। সূত্র : দ্য পেনিনসুলা।
বিডি-প্রতিদিন/শআ