১ জানুয়ারী থেকে ৩ জুলাইয়ের মধ্যে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে অভিবাসন বিভাগ ১,০০৫ জন নিয়োগকর্তাকে আটক করেছে।
ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রেস্তোরাঁ, কারখানা এবং খুচরা দোকানসহ বিভিন্ন খাতের নিয়োগকর্তারা জড়িত, যাদের বেশিরভাগই মালয়েশিয়ান, যারা বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশী নাগরিকদের আশ্রয় দিচ্ছিলেন।
আজ এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, “জুলাই পর্যন্ত, আমরা আমাদের মূল কর্মক্ষমতা সূচকের (KPI) ৭০% অর্জন করেছি এবং আমি নিশ্চিত যে আমরা বছরের শেষ নাগাদ আমাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করব।”
এসময় উপস্থিত ছিলেন কুয়ালালামপুরের অভিবাসন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ।
জাকারিয়া বলেন যে একই সময়ে, অভিবাসন বিভাগ দেশব্যাপী ৬,৯১৩টি অভিযান পরিচালনা করেছে, ৯৭,৩২২ জন বিদেশী নাগরিককে স্ক্রিনিং করেছে এবং সন্দেহভাজন অভিবাসন অপরাধের জন্য ২৬,৩২০ জনকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, অবৈধ অভিবাসীদের সাথে কোনও আপস না করে আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।
বিভাগটি সারা দেশে ২০০ টিরও বেশি চিহ্নিত হটস্পট পর্যবেক্ষণ করছে, যার মধ্যে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকাও রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল