তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে শুরু হচ্ছে নতুন কুঁড়ি প্রতিযোগিতা। এর মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। গতকাল ঢাকার রামপুরায় বিটিভি ভবনে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘নতুন কুঁড়ি’র প্রেক্ষাপট তুলে উপদেষ্টা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে বিটিভিতে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে হাসিনা সরকার রাজনৈতিক কারণে বন্ধ করে দেয়। তিনি বলেন, নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে শিল্পী, গায়ক ও সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে ভূমিকা রাখবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, যাঁরা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাঁদের সবারই আকাক্সক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য এই ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা।
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ধরন প্রসঙ্গে তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। পূর্বে যেভাবে প্রতিযোগিতা হয়েছে, এবারও সেই আদলে করা হবে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। কেউ পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে সাংস্কৃতিক কাঠামো একদিকে হেলে পড়েছিল এবং পুরো সরকারি ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্যাট্রন-ক্লায়েন্ট (পোষক-পোষ্য) সম্পর্ক তৈরি করা হয়েছিল।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, শিশু-কিশোররা নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেবে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে দেশকে এবং দেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে। তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বক্তব্য প্রদান শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন।