বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান বলেছেন আগামীদিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহালে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সব সেবা পাবেন।
শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটীতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, একদিক দিয়ে কৃষি উৎপাদনের সহযোগিতা পাবে, অন্যদিকে এ কৃষি দ্রব্যগুলো ন্যায্য মূল্যও পাবে। খামারিরা স্বল্প সুদে ঋণও পাবে। প্রান্তিক পর্যায়ে এসব সেবাগুলো কেউ উদ্যাগ নেয়নি ও দেয়নি। মানুষের কল্যাণের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। টাঙ্গাইলের প্রতিটি ইউনিয়নে এ সেবা দেওয়া হবে। আজ থেকে এটি শুরু হলো আশা করছি এটি অব্যহত থাকবে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা মনে করছে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে একটি স্থিতিশীল সরকার আসবে। বাংলাদেশের মানুষ মনে করছে আগামী দিনে এ দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো। যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না।
বিডি প্রতিদিন/এমআই