রাজধানীর মৎস্যভবন এলাকায় যাত্রীবেশে একটি অটোরিকশা ছিনতাই হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চালকের মাথায় আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়। পরে আহত চালক সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত চালক সাহেব আলী জানান, শুক্রবার গভীর রাতে শাহবাগ থেকে দুজন যাত্রী তার অটোরিকশায় ওঠেন এবং শিল্পকলার সামনে যাওয়ার কথা বলেন। পথে মৎস্যভবনের সামনে পৌঁছলে হঠাৎ তারা তার মাথায় আঘাত করে জখম করেন। তার কাছে থাকা মোবাইল ফোন, নগদ ৮০০ টাকা এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান ছদ্মবেশী ওই ছিনতাইকারীরা। এ বিষয়ে রমনা মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) আতিকুল আলম খন্দকার বলেন, এখনো এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। মামলা বা অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।