বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে সবাই মিলে প্রতিহত করা হবে। জনদুর্ভোগ সৃষ্টি বা শান্তি বিনষ্টকারী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের নবগঠিত কমিটি নিয়ে গতকাল শহীদ জিয়ার মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ এবং শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপস্থিত ছিলেন মজিবুর রহমান, মঞ্জুর মোর্শেদ চৌধুরী, মো. সিদ্দিক, আরিফুর রহমান আরিফ, মোহাম্মদ আজিজুল প্রমুখ।
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘আগামী দিনে জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ অবকাঠামো খাতে উন্নয়ন ঘটবে এবং ব্যবসাবাণিজ্যের গতি বাড়বে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে হবে, কারও প্রতি অবিচার নয়, সবাইকে ভালোবাসতে হবে। তাঁর ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে।’