বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে পুরো শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানানো হয়েছে। গতকাল ‘দৈনিক শিক্ষা ডটকম’ পত্রিকার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন প্রবীণ শিক্ষক নেতা বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাযহারুল হান্নান।
বাকশিসের ভারপ্রাপ্ত মহাসম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন- মুজিবুর রহমান হাওলাদার, রেজাউল কবির, সাহিদুন নাহার, সৈয়দ মুহাম্মদ ইউসুফ, আনোয়ার হোসেন মণ্ডল, জহির উদ্দিন আজম, লিয়াকত আলী, হোসনে জাহান, রাফিকা আফরোজ, এম এ মোনায়েম, শামীমা ইয়াসমিন, রোজিনা ইয়াসমিন, নিয়ামুল কবির বাবু, আমজাদ হোসেন বুলবুল, নাজির আহমদ খান, শহিদুল ইসলাম, শাহ আলম, মো. শহীদুল্লাহ, ফরিদা ইয়াসমিন, আল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি