গাজীপুরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত স্থানীয় পূজামন্ডপের সহসভাপতি বজেন্দ্র সরকারের (৫৫) মৃত্যুদন্ড দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল হয়েছে। ভিকটিম শিশুটিকে অভিযুক্তের বসতঘর থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। বুধবার দিনের এ ঘটনায় বজেন্দ্র সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকায় সুরাবাড়ী ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প পূজামন্ডপে পূজার্চনা চলছিল। বেলা ১১টার দিকে ওই মন্ডপের সহসভাপতি বজেন্দ্র সরকারের বাড়ির পাশে ভুক্তভোগী শিশুসহ আরও কয়েক শিশু খেলা করছিল। সাড়ে ১১টার দিকে বজেন্দ্র সেখান থেকে ওই শিশুটিকে ডেকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির স্বজন, বড় ভাইসহ স্থানীয়রা বজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। বজেন্দ্র সরকার সুরাবাড়ী ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত মেঘলাল সরকারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার এসআই মো. আবদুল লিটন জানান, ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। বজেন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি গাজীপুর জেলা কারাগারে রয়েছেন।
এদিকে কাশিমপুরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা প্রশাসনের কাছে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা গ্রহণ ও শিশুটির পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের দাবি জানান।