প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আন্দোলনরত সব রাজনৈতিক দল সমমূল্যায়ন পাবে। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু বর্তমান সরকারের আচরণেও বৈষম্য পরিলক্ষিত হচ্ছে, যা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এক প্রকার বাধা। জুলাই গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি দলকে জনগণের অর্থ ব্যয় করে প্রতিষ্ঠা করার যে হীন চেষ্টার পথ বেছে নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আশা করব সরকার স্বেচ্ছাচারী মনোভাব পরিহার করে জনগণের কল্যাণে পরিচ্ছন্ন সিদ্ধান্ত গ্রহণে সফল হবে, অন্যথায় গণবিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।