সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক (৭৯) আর নেই। গতকাল সকাল ৭টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুরে চট্টগ্রামের এমইএস ওমরগনি কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে হাটহাজারীতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, আবদুল মোবারক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দশম সংসদ নির্বাচন পরিচালনাকারী আবদুল মোবারক ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।