চট্টগ্রাম বন্দরে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কনটেইনার হ্যান্ডলিংয়ে গত বছরের একই সময়ের তুলনায় ১২.২৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। এ সময় কার্গো ও জাহাজ হ্যান্ডলিংও বেড়েছে। বন্দরের চিফ পার্সোনাল অফিসার মো. নাসির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে দেশের প্রধান সমুদ্রবন্দরে ৯ লাখ ২৭ হাজার ৭১৩ টিইইউএস (২০ ফুট) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ১ হাজার ১৮৫ টিইইউএস বেশি। একই সময়ের কার্গো হ্যান্ডলিং হয়েছে ৩ কোটি ২৯ লাখ ১৯ হাজার ৯৬৬ টন এবং জাহাজ হ্যান্ডলিং হয়েছে ১,০৩১টি। এ দুই সূচকে প্রবৃদ্ধি যথাক্রমে ১৩.৮৮ শতাংশ এবং ৯.২২ শতাংশ।
সূত্রের বরাতে জানা যায়, বন্দরের ধারাবাহিক কর্মতৎপরতা ও কার্যক্ষমতা বৃদ্ধির ফলে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংসহ জেটি ও ইয়ার্ড সুবিধা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। বন্দরের কর্মকর্তা, শ্রমিক ও ব্যবহারকারীদের আন্তরিকতাও এই অর্জনের পেছনে ভূমিকা রেখেছে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) তে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত ৩ লাখ ৪২ হাজার ৬৪৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ হাজার ৭৫৪ টিইইউএস বেশি। এনসিটিতে এ সময় মোট জাহাজ হ্যান্ডলিং হয়েছে ১৭৮টি, যা আগের বছরের তুলনায় ২৬টি বেশি। কনটেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ের এই পরিমাণ এবং প্রবৃদ্ধি এ পর্যন্ত সর্বোচ্চ।
পঞ্জিকাবর্ষ হিসাবেও বন্দরের অর্জন ইতিবাচক। ২০২৫-২৬ পঞ্জিকাবর্ষের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ২৫ লাখ ৬৩ হাজার ৪৫০ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ২১ হাজার ৬২৫ টিইইউএস বেশি।
বিডি প্রতিদিন/হিমেল