চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দার পাড় এলাকায় মায়ের পরকীয় জেনে যাওয়ায় এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের বিচার চেয়ে নিজের মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের নানী।
নিহতের নানী বলেন, আমার নাতির হত্যাকারী আমার মেয়ে। যেভাবে আমার নাতিকে হত্যা করা হয়েছে, ঠিক সেভাবেই হত্যাকারীর মৃত্যু নিশ্চিত করা হোক।
গত ৬ অক্টোবর সকালে পণ্ডিত বাড়ি থেকে কাউসারের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানান, সকালে তারা কাউসারের মায়ের কান্না শুনে ছুটে গিয়ে বিছানায় কাউসারের নিথর দেহ দেখতে পান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ দেখা যায়।
মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় এবং নিহতের মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। কাউসার ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র।
এ বিষয়ে ভূজপুর থানার ওসি মাহবুবুল আলম বলেন, পরকীয়ার ঘটনা জেনে যাওয়ায় কাউসারকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল