১৫ ডিসেম্বর থেকে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ বন্ধ করছে ফেসবুকের মূল সংস্থা মেটা। ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তাদের মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপটি বন্ধের ঘোণণঅ দিয়েছে তারা। এরপর থেকে ব্যবহারীরা আর এই অ্যাপে লগ ইন করতে পারবেন না।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। মেটা জানিয়েছে, পরিবর্তনটি শুধু স্ট্যান্ড-অ্যালোন ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। মেসেঞ্জারের মোবাইল অ্যাপ ও ওয়েব সংস্করণ স্বাভাবিকভাবে চালু থাকবে। ডেস্কটপ অ্যাপের ব্যবহারকারীরা পরবর্তীতে ফেসবুকের ওয়েব প্ল্যাটফর্ম বা মেসেঞ্জার ডটকমের মাধ্যমে চ্যাট করতে পারবেন।
মেটার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষণার পর থেকে ডেস্কটপ অ্যাপে লগইন করা আর সম্ভব হবে না। এক্ষেত্রে ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ওয়েব সংস্করণে পুনর্নির্দেশ করা হবে।
মেসেঞ্জারের হেল্প পেইজে বলা হয়েছে, ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হলে ব্যবহারকারীরা একটি ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন। এরপর আরও ৬০ দিন ম্যাক অ্যাপে প্রবেশ করা গেলেও পরবর্তীকালে এটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে। কোম্পানি পরামর্শ দিয়েছে, অ্যাপটি আনইনস্টল করে ওয়েব সংস্করণে অভ্যস্ত হয়ে উঠতে।
২০২৪ সালের সেপ্টেম্বরেই মেটা ডেস্কটপের জন্য নেটিভ মেসেঞ্জার অ্যাপের পর প্রগেসিভ ওয়েব অ্যাপ চালু করা হয়েছিল। এবার সম্পূর্ণভাবে ডেস্কটপ সংস্করণ বন্ধের ঘোষণা ব্যবহারকারীদের একাংশে অসন্তুষ্টি ও প্রতিবাদ জানিয়েছে।
তবে মেটা বলছে, এ পরিবর্তন মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা ও অভিজ্ঞতা উন্নত করার অংশ। ওয়েব সংস্করণে যাওয়ার আগে ব্যবহারকারীদের ‘Secure Storage’ চালু করে একটি পিন সেট করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে চ্যাট হিস্ট্রি সুরক্ষিত থাকে। এভাবে ফেসবুক ডটকমে লগইন করলেই আগের সব বার্তা-ডিভাইসে দেখা যাবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, ডেস্কটপ অ্যাপ বন্ধের এই সিদ্ধান্ত এসেছে রক্ষণাবেক্ষণ ব্যয়, নিরাপত্তা চ্যালেঞ্জ ও মাল্টিপ্ল্যাটফর্ম সমন্বয়ের জটিলতা থেকেই করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে মেটা এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।
তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা সম্ভবত তার মেসেঞ্জার ইকোসিস্টেমকে সরলীকরণ এবং ওয়েবভিত্তিক অভিজ্ঞতা উন্নত করার কৌশল হিসেবে এই ধরনের নিয়েছে। এতে নিরাপত্তা জোরদার হলেও, ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য এটি সাময়িক অসুবিধা তৈরি করতে পারে।
বিডি প্রতিদিন/কামাল