অর্থ জালিয়াতি মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। এই দম্পতির বিদেশভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন ভারতীয় আদালত। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে তাদের রেস্তোরাঁ ব্যবসা।
সম্প্রতি লেখিকা শোভা দে সামাজিক যোগাযোগমাধ্যমে মুম্বাইয়ে শিল্পার ‘বাস্তিয়ান’ নামের সেই রেস্তোরাঁয় এক রাতের আয় নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, প্রায় ২১ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত রেস্তোরাঁটিতে প্রতি রাতে প্রায় ১৪০০ অতিথি আসেন। একসঙ্গে ৭০০ জন বসতে পারেন সেখানে। দামি গাড়িতে আগত অতিথিরা খাবার ও পানীয়তে লাখ লাখ রুপি খরচ করেন। যার ফলে এক রাতেই রেস্তোরাঁটির আয় দাঁড়ায় ২ থেকে ৩ কোটি রুপির মতো।
‘মোজো স্টোরি’ অনুষ্ঠানে সাংবাদিক বারখা দত্তের সঙ্গে আলাপে এসব মন্তব্য করেন শোভা দে।
এই তথ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, যেই রেস্তোরাঁয় এক রাতেই কোটি রুপির আয় হয়, সেই শিল্পা-রাজ দম্পতি আদালতের জরিমানা পরিশোধে অপারগ কেন?
প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে মুম্বাইয়ের এক ব্যবসায়ী ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে শিল্পা ও রাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জরিমানার টাকা পরিশোধ করলেই তাদের বিদেশভ্রমণের অনুমতি মিলবে বলে জানান মুম্বাইয়ের আদালত।
উল্লেখ্য, ‘বাস্তিয়ান’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা রঞ্জিত বিন্দ্রার সঙ্গে ২০১৯ সালে অংশীদারত্বে যুক্ত হন শিল্পা। এখন তিনি ভারতের বিভিন্ন শহরে একাধিক রেস্তোরাঁর সহ-মালিক এবং ব্র্যান্ডের ৫০ শতাংশ শেয়ার তার হাতে।
বিডি প্রতিদিন/কেএইচটি