জাপানে বন্য ভাল্লুকের আক্রমণে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি মাত্র একদিনের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় ভাল্লুকের হামলায় একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে জাপানে ভাল্লুকের আক্রমণে মোট ১০৮ জন আহত হয়েছেন। যার মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।
বুধবার জাপানের মধ্যাঞ্চলে একটি সুপারমার্কেটের ভেতরে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক ভাল্লুক। ফলে দোকানে উপস্থিত ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ৪.৫ ফুট লম্বা (১.৪ মিটার) ভাল্লুকটি চার মিনিট দোকানের ভেতরে ছিল। এই ঘটনায় দুই বয়স্ক ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে আঞ্চলিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।
দোকানের ম্যানেজমেন্ট প্ল্যানিং কর্মকর্তা হিরোশি হোরিকাওয়া বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ভাল্লুকটি মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে এবং দোকানের ভেতরে তাণ্ডব চালায়। এটি মাছের কাউন্টারে প্রায় উঠে গিয়েছিল। অ্যাভোকাডোর স্তূপ ফেলে দিয়ে সেগুলোর উপর দিয়ে হেঁটে যায়।
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দোকানের ম্যানেজার বলেন, হামলার সময় প্রায় ৩০ থেকে ৪০ জন ক্রেতা দোকানে ছিলেন। ভাল্লুকটি বেরিয়ে যাওয়ার পথ খুঁজতে গিয়ে আরও বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। দোকানটি পাহাড়ি এলাকার কাছাকাছি হলেও এর আগে কখনোই ভাল্লুক এই এলাকায় আসেনি বলে তিনি জানান।
অন্যদিকে, পৃথক এক ঘটনায় বুধবার উত্তরাঞ্চলীয় ইওয়াতে অঞ্চলে একটি পাহাড়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এটিও ভাল্লুকের আক্রমণের শিকার বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় পাবলিক ব্রডকাস্টার এনএইচকে এ খবর জানিয়েছে।
একই দিনে মঙ্গলবার ইওয়াতে অঞ্চলে নিজের বাড়ির ঠিক বাইরে একটি শাবকসহ ভাল্লুকের আক্রমণের শিকার হন এক কৃষক। এর আগে রবিবার, জাপানের নয়নাভিরাম শিরাকাওয়া-গো গ্রামে একটি বাস স্টপে এক স্প্যানিশ পর্যটক ভাল্লুকের হামলার শিকার হন।
পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সারাদেশে ভাল্লুকের হামলায় মোট ১০৮ জন আহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন প্রাণ হারিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল