কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যু’ মামলা দায়ের করা হয়েছে। ৮৫ বছর বয়সী মার্কিন নাগরিক ও অবসরপ্রাপ্ত হৃদরোগ বিশেষজ্ঞ ড. অসোকা জয়াওয়ীরা বিমানে খাবার খেতে গিয়ে দম বন্ধ হয়ে মারা যান।
ঘটনাটি ঘটে ২০২৩ সালের জুলাই মাসে লস অ্যাঞ্জেলেস থেকে কলম্বো যাওয়ার পথে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে। অভিযোগ অনুযায়ী, ড. জয়াওয়ীরা আগে থেকেই নিরামিষ খাবার চেয়ে রেখেছিলেন। কিন্তু ভুলবশত তাকে দেওয়া হয় আমিষ জাতীয় খাবার। খাওয়ার সময় খাবারটি গলায় আটকে যায়, এবং শ্বাস নিতে না পেরে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পরবর্তীতে তার পরিবার কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করে। পরিবারের দাবি, বিমান কর্তৃপক্ষ যাত্রীর নির্দেশনা উপেক্ষা করেছে এবং জরুরি পরিস্থিতিতে যথাযথ সহায়তা দিতে ব্যর্থ হয়েছে।
ঘটনাটি এখন আদালতের বিচারাধীন। কাতার এয়ারওয়েজ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ঘটনাটি আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে। বিমান সংস্থাগুলো সাধারণত যাত্রীদের খাবার পছন্দ আগেভাগেই সংগ্রহ করে থাকে, যাতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল