নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। গতকাল জাতিসংঘের বাংলাদেশ দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে এ আহ্বান জানায় দলটি।
এ সময় দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) দিদারুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি ও সদস্য ব্যারিস্টার ইরতিকা আহমেদ উপস্থিত ছিলেন। জাতিসংঘ, বাংলাদেশের আবাসিক প্রতিনিধির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান।
স্মারকলিপি জমা দেওয়ার পর নাসরীন সুলতানা মিলি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্রছাত্রীদের ওপর হামলা ও হত্যায় ছাত্রলীগ সরাসরি জড়িত ছিল। তাছাড়া গত ১৬ বছর দেশে নারী নির্যাতন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোর গেস্টরুমে শিক্ষার্থীদের অত্যাচার- সবকিছুই ছাত্রলীগের দ্বারা করা হয়েছে। তাদের এসব অপরাধ কার্যক্রম আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ব্যাপক মিল পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘সবকিছু আমরা জাতিসংঘের দপ্তরে তুলে ধরেছি, যাতে ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা যাতে দেশে বা দেশের বাইরে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে তাই আমরা এ স্মারকলিপির মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছি।’