এশিয়া কাপের গ্রুপ ‘বি’র উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের দিকেই তাকিয়ে পুরো বাংলাদেশ। কারণ, এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে বাংলাদেশ দলের সুপার ফোরে যাওয়ার ভাগ্য।
ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৬৯ রান। ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নবির ব্যাটে ভর করেই লড়াইয়ের মতো পুঁজি দাঁড় করায় আফগানরা। শেষ দুই ওভারে আসে ৪৯ রান, যার মধ্যে ভেল্লালাগের এক ওভারেই নবি তুলে নেন ৫ ছক্কায় ৩২ রান। মাত্র ২২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষ বলে রান আউট হন অভিজ্ঞ এই ব্যাটার।
শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নুয়ান তুশারা, ৪ উইকেট নিয়েছেন মাত্র ১৮ রানে।
তাহলে বাংলাদেশের জন্য সমীকরণ কী?
বাংলাদেশ এরইমধ্যে গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। এখন সুপার ফোরে যাওয়ার জন্য তাদের নির্ভর করতে হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর।
বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার তিনটি সম্ভাব্য পরিস্থিতি:
১. শ্রীলঙ্কা যদি ১০১ রানের কম করে অলআউট হয়
সুপার ফোরে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান।
২. শ্রীলঙ্কা যদি ১৬৯ রানের বেশি করে ম্যাচ জিতে
সুপার ফোরে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
অর্থাৎ, শ্রীলঙ্কা ১০১ রানের নিচে অলআউট হলে অথবা ১৬৯ রানের বেশি করে ম্যাচ জিতলে বাংলাদেশ জায়গা করে নেবে সুপার ফোরে। অন্য যেকোনো ফলাফলে বাংলাদেশকে বিদায় নিতে হবে।
বিডি প্রতিদিন/মুসা