একটি প্রযুক্তি অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং পারমাণবিক শক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে।
ট্রাম্পের যুক্তরাজ্য সফরকালে স্টারমার তার সরকারি বাসভবনে বলেন, এটি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ প্যাকেজ। তিনি চুক্তিটিকে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্পের এ সফরে গত কয়েক বছরের মধ্যে যুক্তরাজ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ও আর্থিক গ্রুপগুলোর কাছ থেকে প্রায় ২০৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/একেএ