পর্তুগিজ ক্লাব বেনফিকার নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন জোসে মরিনহো। দুই যুগ পর ফের নিজভূমের ক্লাবে ফিরলেন তিনি।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মরিনহোর নিয়োগের বিষয়টি জানায় বেনফিকা। ২০২৭ সাল পর্যন্ত পর্তুগিজ ক্লাবটির দায়িত্বে থাকবেন মরিনহো।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে কারাবাখের বিপক্ষে ৩-২ হারার পর কোচ ব্রুনো লাগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেনফিকা। এরপর মরিনহোকে নিয়োগ দেয় তারা।
তুর্কি ক্লাব ফেনারবাহচেতে মরিনহো অধ্যায় শেষ হয়েছিল বেশ অপ্রত্যাশিতভাবে। তবে দলহীন থাকার সময়টা খুব দীর্ঘ হয়নি তার। যদিও বেনফিকার অফিসিয়াল ঘোষণায় চুক্তির মেয়াদ ছাড়া অন্য কোনো বিষয়ে বিস্তারিত জানায়নি।
এর আগে ২০০০ সালের সেপ্টেম্বরে মরিনহোকে খণ্ডকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বেনফিকা। ১০ ম্যাচের দায়িত্ব পালনের পর সেই অধ্যায় শেষ হয়ে যায় ডিসেম্বরে।
বিডি প্রতিদিন/নাজিম