প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলে আসছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন। বলছেন- অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, ভোট-উৎসব উদ্যাপন তাঁর সরকারের লক্ষ্য ও প্রতিশ্রুতি। ইতোমধ্যে রোডম্যাপও ঘোষণা হয়েছে। এ কথা তিনি বুধবারও পুনর্ব্যক্ত করেন, যখন ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের একটা প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে তিনি আক্ষেপ করে এটাও বলেন, কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তাঁর এ আক্ষেপ দুশ্চিন্তার বিষয়। কারণ জনসাধারণের মধ্যে এখন নির্বাচনি উৎসাহ। বিশেষ করে তরুণ প্রজন্ম একটা সত্যিকার নির্বাচন প্রত্যক্ষ করা এবং তাতে তাদের মর্যাদাপূর্ণ নাগরিক অধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় পর অনেকেই এবার প্রথমবারের মতো ভোট দেবেন। এর মধ্যে দুইটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আরও কয়েকটিতে প্রক্রিয়া চলছে। ইউরোপীয় আইনপ্রণেতারা এসব বিষয়ে অবহিত হয়ে আশা প্রকাশ করেন যে আগামী নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে। তাঁরা মন্তব্য করেন, বাংলাদেশ বর্তমান বিশ্বের হাতে গোনা দেশের একটি, যেখানে ঘটনাপ্রবাহ সঠিক পথে এগোচ্ছে। চব্বিশের আগস্টে স্বৈরাচার পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করে। সংস্কার, বিচার এবং নির্বাচন। গঠিত বিভিন্ন কমিশনের মাধ্যমে সংস্কার কার্যক্রম দৃশ্যমান। পতিত সরকার আমলে সংঘটিত গুম-খুন-গণহত্যাসহ বিভিন্ন ক্ষেত্রে অপরাধ-দুর্নীতির বিচার চলছে। মানতেই হবে, এগুলো সময়সাপেক্ষ। এর মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর বাঞ্ছনীয়। সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। অন্তর্বর্তী সরকারও এ প্রশ্নে দৃঢ়প্রতিজ্ঞ। তারা বলছে, ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে। জাতির জন্য হবে এক নতুন অভিযাত্রা। দেশের গণতান্ত্রিক উত্তরণ ও তার মাধ্যমে জাতির সার্বিক উন্নয়নে এই নির্বাচন ঐতিহাসিক ভূমিকা রাখুক এবং এ নিয়ে রাজনীতির আকাশে জমা সব মেঘ কেটে যাক- কামনা করে জাতি। সর্বসাধারণের ওপর সবার ভরসা রাখা উচিত। পোড় খাওয়া জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না আশা করা যায়। ফলে শুভস্য শীঘ্রম।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
ফেব্রুয়ারিতেই ভোট
মেঘমুক্ত হোক রাজনীতির আকাশ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর