প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলে আসছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন। বলছেন- অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, ভোট-উৎসব উদ্যাপন তাঁর সরকারের লক্ষ্য ও প্রতিশ্রুতি। ইতোমধ্যে রোডম্যাপও ঘোষণা হয়েছে। এ কথা তিনি বুধবারও পুনর্ব্যক্ত করেন, যখন ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের একটা প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে তিনি আক্ষেপ করে এটাও বলেন, কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তাঁর এ আক্ষেপ দুশ্চিন্তার বিষয়। কারণ জনসাধারণের মধ্যে এখন নির্বাচনি উৎসাহ। বিশেষ করে তরুণ প্রজন্ম একটা সত্যিকার নির্বাচন প্রত্যক্ষ করা এবং তাতে তাদের মর্যাদাপূর্ণ নাগরিক অধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় পর অনেকেই এবার প্রথমবারের মতো ভোট দেবেন। এর মধ্যে দুইটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আরও কয়েকটিতে প্রক্রিয়া চলছে। ইউরোপীয় আইনপ্রণেতারা এসব বিষয়ে অবহিত হয়ে আশা প্রকাশ করেন যে আগামী নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে। তাঁরা মন্তব্য করেন, বাংলাদেশ বর্তমান বিশ্বের হাতে গোনা দেশের একটি, যেখানে ঘটনাপ্রবাহ সঠিক পথে এগোচ্ছে। চব্বিশের আগস্টে স্বৈরাচার পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করে। সংস্কার, বিচার এবং নির্বাচন। গঠিত বিভিন্ন কমিশনের মাধ্যমে সংস্কার কার্যক্রম দৃশ্যমান। পতিত সরকার আমলে সংঘটিত গুম-খুন-গণহত্যাসহ বিভিন্ন ক্ষেত্রে অপরাধ-দুর্নীতির বিচার চলছে। মানতেই হবে, এগুলো সময়সাপেক্ষ। এর মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর বাঞ্ছনীয়। সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। অন্তর্বর্তী সরকারও এ প্রশ্নে দৃঢ়প্রতিজ্ঞ। তারা বলছে, ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে। জাতির জন্য হবে এক নতুন অভিযাত্রা। দেশের গণতান্ত্রিক উত্তরণ ও তার মাধ্যমে জাতির সার্বিক উন্নয়নে এই নির্বাচন ঐতিহাসিক ভূমিকা রাখুক এবং এ নিয়ে রাজনীতির আকাশে জমা সব মেঘ কেটে যাক- কামনা করে জাতি। সর্বসাধারণের ওপর সবার ভরসা রাখা উচিত। পোড় খাওয়া জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না আশা করা যায়। ফলে শুভস্য শীঘ্রম।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
ফেব্রুয়ারিতেই ভোট
মেঘমুক্ত হোক রাজনীতির আকাশ
প্রিন্ট ভার্সন
