জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিউইয়র্কস্থ কনসাল জেনারেল ১৭ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতাসহ বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় আরও জানানো হয়, সমাবেশে প্রধান উপদেষ্টার সূচনা বক্তব্যের পর বাংলাদেশে বিনিয়োগের সুযোগসুবিধার কথা বলবেন বিডা ও অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। এর পরই সমাপনী বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। সমাবেশে ইউনূসের সফরসঙ্গী বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতারা বক্তব্য দেবেন কি না নিশ্চিত হওয়া যায়নি। আর সমাবেশটি অনুষ্ঠিত হবে জাতিসংঘসংলগ্ন ম্যানহাটানের বিলাসবহুল একটি হোটেলের বলরুমে। এদিকে সমাবেশস্থলের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ সমমনা দলগুলো।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর দুপুরের দিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাঁর বক্তব্য দেওয়ার সময়ও জাতিসংঘের বাইরে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। উল্লেখ্য, স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সকালের দিকে প্রধান উপদেষ্টার নিউইয়র্কে পৌঁছার কথা। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
এদিকে গত ১৫ বছরের মতো এবারও নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে প্রবাসীদের কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভের ব্যাপক প্রস্তুতি চলছে। তবে এবারের অবস্থান হবে উল্টো। লাল-সবুজের পতাকা হাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বাগত সমাবেশের পরিবর্তে বিক্ষোভ করবেন। অন্যদিকে স্বাগত সমাবেশ করতে পারেন বিএনপি-জামায়াতের সমর্থকরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রবাসে ভূমিকা রাখা ব্যক্তিরাও উপস্থিত থাকতে পারেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতিসংঘের বাইরে ড. মুহাম্মদ ইউনূসের সব কর্মসূচিতে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।