বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। গতকাল সকাল ৯টার আগে কমিটির নেতা-কর্মীরা জেলার ১০টি নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন। এতে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিসে কেউ প্রবেশ করতে না পারায় বন্ধ থাকে নাগরিক সেবা। আগামী রবি ও সোমবারও অর্ধবেলা জেলা ও উপজেলার নির্বাচন অফিসে ধর্মঘটের নতুন কর্মসূচি ঘোষণা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। কমিটির আহ্বায়ক এম এ সালাম এ ঘোষণা দেন। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে হরতাল, অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে জেলার সব নির্বাচন অফিসে আরও দুই দিন অর্ধবেলা অবস্থান ধর্মঘট চলবে।