অনেক দিন পরে, প্রিয় প্রজাপতি, চলো হারিয়ে যাই, দেরি করে আসবেন, উইশ কার্ড, মিথ্যে প্রেমের গল্প, খোয়াবনামা এরপর ফান্দা-একের পর এক ধারাবাহিক সাফল্যের পর দেশের জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে অচিরেই আসছে নতুন একটি নাটক। জানা গেছে, নতুন এই নাটকের নাম ‘চোর’। নাটকটির নির্মাতা মহিদুল মহিম। এর গল্প ও নাট্যরূপও তার লেখা। জানা যায়, বসুন্ধরা হাউজিং নিবেদিত ‘চোর’ নাটকটি একটু ভিন্ন স্বাদের। কমেডি ও ইমোশনাল আবহে তৈরি এই নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় দুই মুখ মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ডিওপি হিসেবে ছিলেন নাঈম ফুয়াদ, কস্টিউম ডিজাইন ও স্টাইলে মেসফির আয়াজ নিরব, এডিটিং ও কালার করেছেন আরিফিন সরকার। নির্মাতা মহিদুল মহিম জানান, ‘নাটকটি একটু কমেডি ও স্যাড ঘরানার। চুরির কথা শুনলে অন্যরকম একটি বিষয় ফুটে ওঠে। তবে আমাদের এই গল্পে চুরির পেছনে রয়েছে আরেক গল্প। প্রথম অংশ শুরু হয়েছে কমেডি দিয়ে, কিন্তু শেষ হয়েছে ইমোশনাল আবহে। শুটিং করতে গিয়ে একটু বৃষ্টির বিড়ম্বনায় পড়তে হয়েছে। তারপরও চেষ্টা করেছি, কাজটি ভালো করার। দেখা যাক। আর নাটকে রয়েছে দুটি গান, যার মিউজিকে রয়েছেন আভরাল সাহির। গান দুটির একটি গেয়েছেন আরফান মৃধা শিবলু, অন্যটি আভরাল সাহির ও পড়শী।’ নাটকটি নিয়ে কেয়া পায়েল বলেন, ‘এই নাটকটির শুটিং হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। খুবই সুন্দর একটি গল্প। গল্পের মধ্যে অনেক মজার সিন রয়েছে এবং লাস্টে একটা সুন্দর মেসেজ আছে। মুহিমের সঙ্গে আমার বেশ কিছু কাজ হয়েছে। এবারও একটি ভালো কাজের অভিজ্ঞতা হলো। আর ফারহান ভাই তো খুবই ভালো অভিনেতা। সে অনেক পরিশ্রম করেছে বৃষ্টিতে। সে সব সময় আমাকে হেল্প করে সিনগুলোতে এবং আমি চেষ্টা করি তার ব্রিফ নেওয়ার।
একটা কথা, ক্যাপিটাল ড্রামাতে আমার প্রথম কাজ হয়েছিল ‘অনেক দিন পরে’, সেটিতে ভালো সাড়াও পেয়েছিলাম। এবার ‘চোর’ আমার দ্বিতীয় কাজ। এ নিয়েও আমি দারুণ আশাবাদী।’ এদিকে এই নাটকটি নিয়ে কেয়া পায়েলের মতো একইভাবে আশাবাদী মুশফিক আর ফারহান। প্রযোজক ও হেড অব ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল বলেন, ‘ক্যাপিটাল-এর নাটক সব সময়ই দেশের বিভিন্ন প্রান্তে শুটিং করা হয়, যেন প্রজেক্টগুলো দেখতে দৃষ্টিনন্দন হয় এবং দর্শক ভিন্ন কিছু দেখতে পায়। সেই ধারাবাহিকতায় এই নাটকের শুটিং লোকেশনটা একদমই ভিন্ন রকম, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউস বোটে শুটিং করা, একটি হাউস বোটকে কেন্দ্র করে এর বোটের সঙ্গে সঙ্গে এর গল্পও এগিয়ে চলে, নিলাদ্রি, ঢাকা টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হয়। ক্যাপিটাল ড্রামার সব নাটক থেকে এই নাটকটি সম্পূর্ণ ভিন্ন রকম হবে।’