শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে মহারশি নদীর ব্রীজপাড় ধানক্ষেত থেকে নিখোঁজ ইসমাইলের (১৬) লাশ উদ্ধার করা হয়।
ইসমাইল ঝিনাইগাতী উপজেলার ডাকাবর এলাকার আব্দুল্লাহর ছেলে। সে বৃহস্পতিবার মহারশি নদীর তামাগাঁও এলাকায় নদীতে গাছ ধরতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হন।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে চেল্লাখালি নদীর ভাটির দিকে নিখোঁজ স্কুলছাত্র হুমায়ুন কবিরের (১১) লাশ উদ্ধার করা হয়। বিকাল তিনটার দিকে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালি নদীতে মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। হুমায়ুন কবির নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুটি বিষয় পুলিশ তদন্ত করে দেখছে।
বিডি প্রতিদিন/নাজিম