সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে মহানগর পুলিশ। এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সকালে নগরীর হুমায়ূন রশিদ চত্বরে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন মহানগর পুলিশ কমিশনার (এসএমপি) আবদুল কুদ্দুছ চৌধুরী। যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট ছিল তাদের হাতে তিনি তুলে দেন ফুল। আর যাদের হেলমেট ছিল না তাদেরকে সতর্ক করেন। সরেজমিনে দেখা যায়, হুমায়ূন রশিদ চত্বরে পুলিশ সদস্যরা মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করছেন। তারা হেলমেট পরিধানের প্রয়োজনীয়তা সম্পর্কে আরোহীদের বুঝাচ্ছেন। যেসব মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল তাদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল তুলে দিচ্ছেন আবদুল কুদ্দুছ চৌধুরী। পুলিশের পক্ষ থেকে এমন সচেতনতামূলক উদ্যোগ নাগরিক সমাজে বেশ প্রশংসা কুড়িয়েছে। এসএমপি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশ যেন সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে- সেজন্য পুলিশকে উৎসাহিত করা এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক এ কাজ করা হয়েছে।